বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

আইসিসি ২০২১ সালেরবর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ জায়গা পেয়েছেন। বল হাতে গত বছর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই ধূমকেতু পেলেন তিনি।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে গত বছর ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যার ১৭.৩৯ গড় ও ইকোনমি রেট ৭।

বিশেষ করে ইনিংসের শেষ দিকে উইকেট তুলে নেওয়া ও কম দেওয়ার ক্ষেত্রে বেশ পটু তিনি। সেই কাজটাই গত বছর দারুণভাবে করেছেন কাটার মাস্টার।

বর্ষসেরার এই একাদশে মুস্তাফিজ স্থান করে নিলেও জায়গা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু সাকিব নন, মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কেউই এ তালিকায় জায়গা পাননি।

তেমনিভাবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হওয়া ভারত থেকেও কেউ বর্ষসরো টি-টোয়েন্টি একাদশে স্থান করে নিতে পারেননি। প্রথম ম্যাচে ভারত যার কাছে হেরেছিল সেই পাকিস্তান থেকে তিনজন জায়গা পেয়েছেন এই দলে। তারা হলেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *