বর্তমানে বিশ্বে সবচেয়ে ইনফর্ম ব্যাটার বাবর আজম
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির মতে বর্তমানে বিশ্বে সবচেয়ে ইনফর্ম ব্যাটার বাবর আজম। এই মুহূর্তে তিনি বিশ্বক্রিকেটে সেরা ফর্মে আছেন। ক্রিকেটের তিন সংস্করণেই দাপট দেখাচ্ছেন তিনি। আইসিসির ওয়ানডে এবং টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে বাবর সবার ওপরে। আর টেস্টে আছেন পঞ্চম স্থানে।
সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোতে প্রশ্নোত্তর সেশনে ভেট্টোরিকে এই মুর্হূতের সেরা ব্যাটার বেছে নিতে বলা হয়েছিল। জবাবে ভেট্টোরি বলেন, ‘খেলার বিভিন্ন ফরম্যাট মিলিয়ে বলাটা কঠিন, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম ব্যাটার বাবর। ‘
উল্লেখ্য, বাবর এখন পর্যন্ত ৪০ টেস্টে ২৮৫১ রান, ৮৬ ওয়ানডেতে ৪২৬১ রান ও ৭৪ টি-টোয়েন্টিতে ২৬৮৬ রান করেছেন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে করেছেন ৩৯০ রান। করাচিতে ১৯৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন। শুধু টেস্ট সিরিজেই নয়, ওয়ানডে সিরিজের তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে ২৭৬ রান করেন বাবর।