নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে ৩০টি কমপেক্টর ক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বর্জ্য পরিবহনের জন্য এসব গাড়ি কিনতে সরকারের থেকে টাকা পাওয়ার অপেক্ষা না করে সংস্থার নিজস্ব তহবিল থেকেই এটি কেনা হবে।
বুধবার নগরীর ওয়াসা রোডে দক্ষিণ সিটির ৫ ও ৬ নম্বরের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, যান্ত্রিকভাবে চাপ প্রয়োগের মাধ্যমে বর্জ্য সংকোচন করে আয়তন কমানোর কাজটি কমপেক্টরের মাধ্যমে করা হয়। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে রাখার পর কমপেক্টরের মাধ্যমে এসব বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ময়লার ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। ৩০টি কমপেক্টর কিনতে সংস্থাটির আনুমানিক ৬০ কোটি টাকা খরচ হবে।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ তাপস বলেন, নিজস্ব অর্থায়নে ১৫টি ১০ টন ক্ষমতাসম্পন্ন ও ১৫টি ৭ টন ক্ষমতাসম্পন্ন—মোট ৩০টি কমপেক্টর ভেহিকেল ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মেয়র আরও বলেন, কমপেক্টর কেনা হলে খুব অল্প সময়ে সংগৃহীত বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ের নিয়ে যাওয়া হবে। বর্জ্য যেখানে স্তূপাকারে থাকে, সেখানে বাছাইয়ের মাধ্যমে যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়, তার সুযোগ অনেকাংশে কমে যাবে।
আরো পড়ুন:
১২০ বাস নিয়ে ডিসেম্বরে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’