বরিশালে সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল
বরিশালে যাত্রী ও সাংবাদিকদের উপর হামলার পর বরিশালে সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল। রোববার রাতে বরিশাল বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান একথা জানান।
লঞ্চটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, রোববারের যাত্রা বাতিল করা হয়েছে। পরবর্তী নিৰ্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চটি ছাড়া যাবে না।
এদিকে, হামলার ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আজিম উর রহমান জানান, বিআইডব্লিউটিএ এবং হামলার শিকার দুই গণমাধ্যমকর্মী রুহুল আমীন ও দেওয়ান মোহন এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইঞ্জিন রুম থেকে বের হওয়া ‘ধোঁয়ার দৃশ্য ধারণ করায়’ রোববার সকালে যাত্রীদের মারধর করেছে সুরভী-৯ লঞ্চের লঞ্চটির কর্মচারীরা; ওই সময় খবর সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন।
লঞ্চ কর্তৃপক্ষ সাংবাদিকদের উপর হামলার জন্য ক্ষমা চেয়েছে; এছাড়া এই ঘটনায় লঞ্চটির ব্যবস্থাপককে বরখাস্ত করা হয়।