আইন আদালত

‘জনহানিকর বক্তব্য’ : বরখাস্ত হলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে হানিকর বক্তব্য দেওয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (সোমবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আমিনুল ইসলাম ছুটি নিয়ে বিদেশে গিয়ে ‘গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম’ আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন। ওই সভায় তিনি বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে হানিকর বক্তব্য রাখেন। তার এ ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ধারা মতে মেয়র পদ থেকে অপসারণযোগ্য।

আরো পড়ুন:

হোল্ডিং ট্যাক্স না দেওয়ায় ৮টি প্রতিষ্ঠান সিলগালা

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *