সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে রেইস অনলাইন লিমিটেড এবং তাদের অন্যান্য প্রতিষ্ঠান যেমন অরবিট ইন্টারনেট, ঢাকাকোলো, আর্থ টেলিকমিউনিকেশন ও ঢাকাক্লাউড-এর সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছেন। এছাড়াও কর্মীদের অনুদানের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অনুদান হিসাবে যোগ করা হবে।
কোম্পানির চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ সবাইকে বন্যার্ত মানুষকে সহায়তার আহবান করে বলেন, “আমরা পাশে দাঁড়িয়েছি, আপনারাও পাশে দাঁড়ান”