বন্ধ হয়ে যাবার আশঙ্কা বিপিএল
ওমিক্রনের প্রকোপ বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনা এলে মাঝপথে বন্ধ হয়ে যাবার আশঙ্কা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। এমনই আভাস দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
উদ্বোধনের দিনই বাতিলের শঙ্কা ঘনীভূত হয়েছিল বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামার আগে ফরচুন বরিশাল দলটির বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান করোনা পজিটিভ হয়েছেন বলে খবর আসে। ম্যাচে নামার আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করার সময় তার টেস্টে পজিটিভ আসে।