খেলাধুলা

বড় মঞ্চে বাংলাদেশের সঙ্গে খেলতে চায় মেসিরা

গত কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশের সঙ্গে ফুটবলে এক মধুর সম্পর্ক গড়ে উঠেছে আর্জেন্টিনার। ম্যারাডোনা যুগ থেকে এদেশে আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী গড়ে উঠলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের কল্যাণে লিওনেল মেসির যুগের উন্মাদনাটা বেশি নজরে এসেছে তাদের। ৩৬ বছর পর কাতারে গত ডিসেম্বরে বিশ্ব জয়ের পর তাই তারা বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থনকে ভুলে যায়নি। বরং নানাভাবে কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করে গেছে।

এ যেমন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখায় বাংলাদেশকে নিজেদের সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছে এএফএ। তাদের আশা বাছাইপর্ব পেরিয়ে একদিন বিশ্বকাপে পা রাখবে বাংলাদেশ। যেখানে দেখা হবে দুই দেশের।

শুক্রবার (২০ অক্টোবর) এএফএ তাদের সামাজিক মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লেখে, ‘বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফাই করায় বাংলাদেশকে অভিনন্দন! আমরা আশা করি কোনো একদিন বড় মঞ্চে দেখা হবে।’

এর আগে বাংলাদেশের ফুটবলের খবর ঠাঁই পেয়েছিল আর্জেন্টিনার পত্রিকায়। মালদ্বীপকে হারানো খবর ছেপেছে আর্জেন্টিনার গণমাধ্যম ‘ওলে ফুটবল ইন্টারন্যাশিওনাল’। তাতে শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশ : আর্জেন্টিনার বন্ধু নিজেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।’

খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার বন্ধুরাষ্ট্র বাংলাদেশ মঙ্গলবার এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে পরাজিত করেছে। আর সেইসঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

৪৫ বছর বিরতির পর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে তারা আবার দূতাবাস চালু করেছে। প্রথম বাংলাদেশি হিসেবে দেশটির ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন জামাল ভূঁইয়া। ফুটবলের পাশাপাশি সেদেশের ক্রীড়াপ্রেমীরা খবর রাখে এদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটেরও। ফুটবলে জামালদের যেকোনো অর্জনে অভিনন্দন জানাতে ভুলে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *