খেলাধুলা

বড় দলের চেয়ে ছোট দলের গুরুত্ব বেশি: মিরাজ

স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: ক্রিকেটে দিনশেষে ফলাফলের ওপর ভর করে একটি দলের সফলতা বা ব্যর্থতা। এমনটিই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটির আগের দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরাজ।

মিরাজ বলেন, ‘আমার মনে হয়, বড় দলের চেয়ে ছোট দলের বিপক্ষে খেলতে গেলে ফোকাসটা বেশি থাকে। আপনি যদি ভারত বা আয়ারল্যান্ডের বিপক্ষে ১০০ করেন, সেটি কিন্তু ১০০-ই থাকবে। পরিসংখ্যান কিন্তু পরিবর্তন হবে না। সুতরাং দিনশেষে এটিতেই আমরা গুরুত্ব দিই।’

নিজেদের খেলার কৌশল নিয়ে মিরাজ বলেন, ‘এক নম্বর টিমের সঙ্গে খেললে যে ফিলিংস কাজ করে, দশ নম্বর টিমের সঙ্গে খেললেও আমাদের একই ফিলিংস কাজ করে। মূল কথা হলো, ফল কী আসছে। আমাদের কাজ আগে করতে হবে, পরে অন্য হিসাব। আমরা হারলে কী হবে, এগুলো নিয়ে না ভেবে বর্তমান নিয়ে থাকার চেষ্টা করি। আমরা আমাদের কাজটা করতে চাই।’

মিরাজ আরও বলেন, ‘আমরা যার বিপক্ষেই খেলি অনেক সিরিয়াস থেকে খেলার চেষ্টা করি। এটি এমন না যে, ভারতের বিপক্ষে অনেক সতর্ক হয়ে খেলে আয়ার‍ল্যান্ডের বিপক্ষে কম সতর্ক হয়ে খেলছি। আমরা সব ম্যাচে একই ফোকাসে খেলি। হয়তো আত্মবিশ্বাস কখনো বেশি কাজ করে, কখনো কম কাজ করে।’

এম/

আরো পড়ুন:

আইপিএলে কতো বেতন পান চিয়ারলিডাররা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *