নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ মঙ্গলবার দুপুরে এক খুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্স।

এদিকে আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজধানীতে থাকা এক এক করে ৫০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ছাড়া রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট বঙ্গবাজারে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত দল কাজ করছে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও কাজ করছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এম/

আরো পড়ুন:

বঙ্গবাজারের আগুন: আহতরা চিকিৎসা নিচ্ছেন ঢামেক ও বার্ন ইনস্টিটিউটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *