সর্বশেষ

বঙ্গবাজারের আশপাশের দোকানের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রাজধানীর বঙ্গবাজারের আগুন লাগার পর আশপাশের দোকানপাটের মালামালও সরিয়ে ফেলা হচ্ছে। বেলা ১০টার দিকে এ পরিস্থিতি দেখতে পাওয়া যায়। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর আশপাশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। এরপরই আশপাশের মার্কেট থেকে মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।

বঙ্গবাজারের সামনে ইসলামিয়া মার্কেটে। সেই মার্কেটের এম এন কালেকশনের মালিক মো. মাহবুব সাংবাদিকদের বলেন, ‘যেখানে আগুন লেগেছে, সেখান থেকে আমাদের দোকানে হেঁটে আসতে ১০ থকে ১২ মিনিট লাগে। আগুন ছড়িয়ে পড়ায় আমরাও মালামাল সরিয়ে ফেলছি।’

মো. মাহবুব বলেন, ‘প্রথমে ভাবছিলাম আগুন নিভে যাবে। এখন দেখি বাড়ছে আর বাড়ছে। আগে জানলে আগেই মাল সরিয়ে ফেলতাম। এখন ভ্যানে মাল আনতেছি আর সরাচ্ছি।’

মাহবুবের মতো অনেকেই আনন্দবাজারের পুরাতন সেক্রেটারি রোডে মালামাল এনে রাখছেন। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

রাজধানীর বঙ্গবাজারে আজ মঙ্গলবার সকালে আগুন লেগেছে। ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট কাজে যোগ দেয়। এখন ৫০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

এম/ আই. কে. জে/

আরো পড়ুন:

রেললাইনে স্লিপার স্থাপন শেষ: পদ্মা সেতুতে আজ থেকে চলবে পরীক্ষামূলক ট্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *