নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে। এই প্রদর্শনীর অন্যতম পৃষ্ঠপোষক আনোয়ার গ্রুপ।
এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে চেক হস্তান্তর করেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামীদ। আরও উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন।