প্রচ্ছদ

‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’ চালু হলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়‌ চালু হয়েছে গবেষণা পুরস্কার ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’। এর আগে বঙ্গবন্ধুর রাজনৈতিক এবং আর্থ-সামাজিক দর্শন বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখা এবং ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার বার্কলে’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

২১ জুলাই স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে ‘গবেষণা পুরস্কার’ প্রবর্তন করা হলো। চুক্তি অনুযায়ী বঙ্গবন্ধু পরিষদ বার্কলে ফাউন্ডেশনকে প্রতি বছর ২০ হাজার ডলার উপহার/অনুদান প্রদান করবে। বার্কলের সাউথ এশিয়া স্টাডিস গবেষণার জন্য আবেদন গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সকল এ্যাক্রিডেটেড  বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, পিএইচডির শিক্ষার্থী এবং সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টি বঙ্গবন্ধু অথবা বাংলাদেশের উপর গবেষণায় ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবে। বার্কলের গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে। গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার দেয়া অনুদান থেকে বহন করা হবে। গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের এডমিনিস্ট্রিটিভ কমিটি গবেষণা অনুমোদন করলে, গবেষক ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে এসে তাঁর গবেষণার বিষয়বস্তু শিক্ষার্থী এবং ফ্যাকাল্টির কাছে প্রকাশ করবে এবং মত বিনিময় করবেন। বার্কলে কর্তৃপক্ষ গবেষকদ্বয়কে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড” ভূষিত করবে। সংক্ষেপে এই অ্যাওয়ার্ড সারাবিশ্বে “বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড ” নামে পরিচিত হবে এবং তা প্রতিবছর সাউথ এশিয়া স্টাডিস এর প্রকাশনায় বিশদভাবে প্রকাশিত হবে।

বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ক্যালিফর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার বার্কলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র‌্যান্ডি এইচ কাটজ, এসোসিয়েট ভাইস চ্যান্সেলর ফর রিসার্চ ন্যান্সি লুবিক ম্যাককিনি এবং সাউথ এশিয়া স্টাডিজ ইন্সটিটিউটের অন্তর্বর্তীকালিন পরিচালক জেস সুগ্যাতা র‌্যা। 

২৩ আগস্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদক প্রাপ্ত লেখক ড. নূরননবী বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার নেয়া এই প্রকল্পকে একটি  ‘ঐতিহাসিক’ ঘটনা বলে বর্ণনা করেছেন।

সংবাদ সম্মেলনে কথা বলেন বঙ্গবন্ধুর জীবন রক্ষা করতে গিয়ে প্রাণদানকারী বীর সৈনিক শহীদ কর্নেল জামিলউদ্দিন আহমদের কন্যা আফরোজা জামিল কঙ্কা। বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফর্নিয়া শাখার প্রধান উপদেষ্টা মোমিনুল হক বাচ্চু, সভাপতি নজরুল আলম, সহ সভাপতি প্রকৌশলী শহীদ আলম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

সংবাদ সম্মেলনে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ক্যালিফর্নিয়া শাখার প্রেসিডেন্ট তৌফিক সুলায়মান খান তুহিন, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক জামিউল ইসলাম বেলাল, সাগঠনিক সম্পাদক জামাল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোহাম্মদ হোসেন রানা, বাফলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত রায়হান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক যীশু বড়ুয়া এবং মাহবুব মাসুদ। ভার্চুয়ালি আরো যোগদান করেছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা. কালী প্রদীপ চৌধুরী, বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সভাপতি শিপার চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *