জাতীয়

বউ পেটানো সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অ্যাডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

কামরুজ্জামান ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। তিনি বলেন, সামরিক বরখাস্তের চিঠি তিনি এখনও হাতে পাননি। তবে বিভাগীয় ব্যবস্থা কর্তৃপক্ষ নিতেই পারেন।

এর আগে, গত শুক্রবার রাতে কামরুজ্জামানের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ করেন তার স্ত্রী যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই শাহজাদী আক্তার (৩৫)। দেশের বিভিন্ন গণমাধ্যমে সেই খবর প্রচারিত হয়।

শাহাজাদী বলেন, যৌতুকের দাবিতে কামরুজ্জামান মাঝেমধ্যেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এ কারণে তিনি যৌতুকের মামলাও করেছেন। মামলা তুলে নিতে কামরুজ্জামান তাকে চাপ দিতে থাকে। কিন্তু গত ৩০ ডিসেম্বর মামলা তুলে নিতে অস্বীকার করলে কামরুজ্জামান ছুরি দিয়ে তাকে একের পর এক আঘাত করেন। এতে মাথায়, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

শাহজাদীর সঙ্গে ২০০০ সালে কামরুজ্জামানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে আছে। শাহজাদী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *