প্রচ্ছদ

ফ্রান্স থেকে ৮০টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে আমিরাত

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ফ্রান্স থেকে ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তি আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আমিরাত সফর শেষে সৌদি আরব ও কাতার সফর করারও কথা রয়েছে তার।

ম্যাক্রোঁ আমিরাত সফরে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। দুবাই এক্সপো ২০২০ সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রোঁ এবং মোহাম্মদ বিন জায়েদ।

চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স।

বহু আগে থেকে আমিরাতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। এই চুক্তির মধ্যে দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন:

ইরাকে ১৩০০ বছর পুরনো মাটির মসজিদের সন্ধান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *