প্রচ্ছদ

ফেসবুক শিশুদের ক্ষতি করছে, দাবি প্রাক্তন কর্মচারীর

ফেসবুকের একজন প্রাক্তন কর্মচারী ফ্রান্সেস হাউজেন দাবি করেছেন, এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের পণ্য তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, বিভাজন সৃষ্টি করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। তিনি ফেসবুককে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন। এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হাউজেন মার্কিন সিনেটের একটি উপকমিটিকে জানান, ফেসবুক বারবার জনগণকে ক্ষতির বিষয়ে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, আমি আজ এখানে আছি কারণ আমি বিশ্বাস করি, ফেসবুকের পণ্য শিশুদের ক্ষতি করে, বিভাজন সৃষ্টি করে এবং আমাদের গণতন্ত্রকে দুর্বল করে।
বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সেবায় বিঘ্ন ঘটার একদিন পরই এসব অভিযোগ তুললেন হাউজেন। এর আগে গত ৩ অক্টোবর সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে তিনি কিছু তথ্য সিনেট কমিটিকে দেওয়ার কথা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *