প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার দায়ে নাটোর বিএনপির এক নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। তিনি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানাও করেছেন, অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই তথ্য নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি আপত্তিকর কথাবার্তা লেখেন। পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে তথ্য-প্রযুক্তি আইনের (সাবেক) ৫৭ ধারায় মামলা করেন। ২০১৬ সালের ৮ মার্চ সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস আদালতে অভিযোগপত্র দেন। আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
রায় ঘোষণার সময় আসামি আক্তার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
- ওসমানী বিমানবন্দরে বসছে ৬টি ‘ই-গেট’ | মুহূর্তেই হবে ইমিগ্রেশন
- সারাদেশে ৩ দিন বন্ধ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল