সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আশিষ মল্লিক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গ্রেফতার আশিষ মল্লিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় জড়িত। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
- পাকিস্তানের জয়ে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন শিক্ষিকা
- ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন