মাতৃভূমি

ফিলিস্তিনকে ৫০ হাজার ডলার সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফিলিস্তিনকে ৫০ হাজারমার্কিন ডলার সহায়তা দেয়া হবে। বুধবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে এই অর্থ দেয়া হবে। জর্ডানে আম্মানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই অর্থ সহায়তা যাবে ফিলিস্তিনে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

এদিকে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম এমপি।

অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী উপহার দেয়া হয়। সম্প্রতি ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য এসব সামগ্রী সরবরাহ করা হবে। খবর বাংলানিউজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *