ফিলিপাইনে ২০২২ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সারা দুতার্তে। তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে।
স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবর এএফপির।
ফিলিপাইনে প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো দুতার্তে আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। দেশটির সংবিধান অনুযায়ী, ছয় বছরের বেশি কেউ রাষ্ট্রপ্রধান হিসেবে থাকতে পারেন না।
এ ছাড়া রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মাদকবিরোধী যুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগের তদন্ত চলছে। সবকিছু মিলিয়ে ভাবা হচ্ছিল আসন্ন নির্বাচনে দুর্তাতের উত্তরসুরী হবেন তার মেয়ে।
নির্বাচন কমিশন নিজেদের ফেসবুকে পেজে সারা দুতার্তের আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দুতার্তের মুখপাত্র ক্রিস্টিনা গারসিয়া ফ্রাসকো ফেসবুকে জানিয়েছেন, সারা দুতার্তে প্রতিনিধির মাধ্যমে লাকাস-সিএমডি পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, নির্বাচন আগামী বছরের মে মাসে।
এ মুহূর্তে সারা দুতার্তে শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এত দিন বলে আসছিলেন আগামী মেয়র নির্বাচনেও অংশ নেবেন তিনি, মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে গত সপ্তাহে হঠাৎ মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ান, যোগ দেন লাকাস-সিএমডি পার্টিতে।
লাকাস-সিএমডি পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়বেন ফিলিপাইনের সাবেক স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পৃথকভাবে নির্বাচিত হন।
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী; ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের কবলে
- জবি শিক্ষিকার মৃত্যু: অবহেলা আছে কিনা তদন্তের নির্দেশ