প্রচ্ছদ

ফরিদপুরে ‘অক্সিজেন ব্যাংক সেবা’ চালু করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনাভাইরাস রোগীদের সহায়তায় বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে ফরিদপুর জেলা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে এই সেবা চালু করা হয় বলে ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানিয়েছেন।

উদ্বোধনের পর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার ধাপোবাড়ি সড়কের বাসিন্দা আব্দুস সাত্তারের স্ত্রী শ্বাসকষ্ট রোগী তাহেরা বেগমকে (৬৫) সেবা দেওয়ার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

‘পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর’ স্লোগান নিয়ে চলছে এই সেবা বিতরণ। জরুরি অক্সিজেন প্রয়োজনে কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন ব্যাংক।

আলিমুজ্জামান বলেন, করোনা সংক্রমণের কথা বিবেচনা করে সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। যেখানে যখন প্রয়োজন সেখানেই অক্সিজেন সেবা দেওয়া হবে। আমরা প্রত্যেকের অক্সিজেন সেবা নিশ্চিত করতে চাই। এই সেবার তদারক করছেন জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরআই) আনোয়ার হোসেন। তাকে সহায়তা করছেন পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অ্যাসিস্টেন্ট মো. শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *