আন্তর্জাতিকবিনোদনসর্বশেষ

ফরাসি উপকূলে উন্মাদনার ঢেউ টম ক্রুজের জন্য

ফরাসি উপকূলে উন্মাদনার ঢেউ টম ক্রুজের জন্য

১৭ মে থেকে বসেছে বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব কান আর এদিকে ফরাসি উপকূলে উন্মাদনার ঢেউ টম ক্রুজের জন্য। এবার পালিত হচ্ছে কানের প্ল্যাটিনাম জুবিলি। জমকালো আয়োজনে একে একে যুক্ত হচ্ছেন খ্যাতনামা সব তারকা। সেই তালিকায় যুক্ত হয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ৩০ বছর পর কান উৎসব পেল টম ক্রুজের দেখা।

বুধবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় কান উৎসবে অংশগ্রহণকারীদের সামনে বিশেষ আলাপে থাকবেন তিনি। তাই কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের সাল দ্যুবুসি প্রেক্ষাগৃহের সামনে দেখা যাচ্ছে বিশাল লাইন। শুধু ব্যাজ থাকলেই হবে না, এই আয়োজনের সাক্ষী হতে দরকার আলাদা টিকিট।

সর্বশেষ ১৯৯২ সালের ১৮ মে কান চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের সমাপনী আয়োজনে দেখানো হয় টম ক্রুজের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। ঠিক ৩০ বছর পর আজ (১৮ মে) কান উৎসবের ৭৫তম আসরে থাকছে হলিউডের এই সুপারস্টার অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী। সাগরপাড়ে সিনেমাটির প্রচারণা চালাতে বিশেষ স্ট্যান্ড রাখা হয়েছে। এতে রয়েছে টম ক্রুজের ছবি।

এবারের কান উৎসবে টম ক্রুজের ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার উদ্‌যাপন করবে আয়োজকরা। তাকে ব্যতিক্রম শ্রদ্ধার্ঘ্য জানানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। অবশেষে আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এর দুদিন আগে ফ্রান্সে মুক্তি পাবে এটি।

বহুল প্রতীক্ষিত ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমাতে বৈমানিক লেফটেন্যান্ট পিট ম্যাভেরিক চরিত্রে তিন যুগ পর ফিরছেন টম ক্রুজ। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ সিনেমার সিক্যুয়েল এটি। আগের সিনেমার ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *