প্রেমের ইতিহাসে কালজয়ী লাইলি-মজনুর প্রেমের পাহাড়!
লাইলী মজনুকে আমরা সবাই চিনি আর প্রেমের ইতিহাসে কালজয়ী লাইলি-মজনুর প্রেমের পাহাড় সত্যিই তাদের স্মৃতি বহন করে। প্রেমের ইতিহাসে উপমহাদেশীয় মুসলিম সমাজে কালজয়ী জুটি লাইলি-মজনু। লাইলি-মজনুর অমর প্রেমকাহিনি পরিচিত বিশ্বজুড়ে।
ঐতিহাসিক দিক থেকেও তাদের প্রেমকাহিনি সত্য বলে বিবেচিত। আমির পুত্র কায়েস বাল্যকালে বণিক কন্যা লাইলির প্রেমে পড়ে মজনু নামে পরিচিতি পান। তাদের অমর প্রেমের স্মৃতিবিজড়িত একটি দর্শনীয় স্থান আছে, যাকে বলা হয় লাইলি-মজনুর প্রেমের পাহাড়।
সৌদি আরবের আল আহসা শহরে অবস্থিত লাইলি-মজনুর প্রেমের পাহাড়। দর্শনার্থীদের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে স্থানটি। পূর্বাঞ্চলীয় প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর বাগান আছে শহরটিতে।
বিশালাকৃতির পাহাড়ের প্রবেশমুখে আছে রিসোর্ট, মিউজিয়াম, গাড়ি পার্কিং এবং বিভিন্ন দোকানপাট।