আন্তর্জাতিকবিনোদনসর্বশেষ

প্রিয়াঙ্কা চোপড়ার শুভেচ্ছাবার্তা মা রিহানাকে

প্রিয়াঙ্কা চোপড়ার শুভেচ্ছাবার্তা মা রিহানাকে

জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। সম্প্রতি তিনি ফুটফুটে এক ছেলেসন্তানের মা হয়েছেন তাই প্রিয়াঙ্কা চোপড়ার শুভেচ্ছাবার্তা মা রিহানাকে।

এদিকে এ বছরের ফেব্রুয়ারি মাসে রিহানাকে তার বয়ফ্রেন্ড রকির সঙ্গে নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই বিনোদনপাড়ায় হইচই শুরু হয়। ছেলে হওয়ার ধূমকেতু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রিহানা, কিন্তু তাতে কী! তার ফ্যানদের কাছ থেকে শুরু হয়েছে শুভেচ্ছাবার্তার জোয়ার।

এদিকে বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়াও পিছিয়ে থাকেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিহানাকে মাতৃত্বের স্বাদ গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। রিহানার প্রেগন্যান্সি শুটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের বেবি বাম্প ফ্লন্ট করছেন রিহানা। ক্যাপশনে লেখেন: ‘অভিনন্দন রিহানা!’ সঙ্গে জুড়ে দেন একটি হলুদ হার্ট ইমোজি।

এ বছর মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। জানুয়ারি মাসেই সারোগেসির মাধ্যমে মা-বাবা হন প্রিয়াঙ্কা নিক জুটি। তারা মেয়ের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস। নির্ধারিত সময়ের দু-মাস আগেই জন্ম হয়েছিল মালতির। ১০০ দিন তাকে থাকতে হয়েছে এনআইসিইউতে।

মা হওয়ার পর সদ্য কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। তার শিডিউলে রয়েছে অনেকগুলো প্রজেক্ট। হলিউডের ‘ইটস অল কামিং ব্যাক টু মি’, ‘এন্ডিং থিংস’-এর মতো প্রজেক্ট রয়েছে তার হাতে। এ ছাড়াও বলিউডে পরিচালক ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমায় ক্যাটরিনা ও আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেশি গার্ল।

তবে আপাতত রুশো ব্রাদার্সের নেতৃত্বে তৈরি সায়েন্স ফিকশন সিরিজ সিটাডেল-এর শুটিংয়ে ব্যস্ত তিনি। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে এ সিরিজ। প্রিয়াঙ্কা ছাড়াও এ সিরিজে রয়েছেন হলিউড তারকা রিচার্ড ম্যাডেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *