নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ওয়ালটন নিয়ে এলো নতুন স্মার্টফোন প্রিমো এসএইট। দেশে তৈরি ওয়ালটনের এই ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারিসহ অন্যান্য কনফিগারেশন ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট থেকে প্রি-অর্ডার দিলে ২ হাজার টাকা ছাড়ে ফোনটি কেনা যাবে।
এই ফোনটিতে রয়েছে ২১:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬ দশমিক ৭৮ ইঞ্চির ৯০ হার্টজ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টজ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর। ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম থাকায় মিলবে দুর্দান্ত গতি। অসাধারণ গেমিং অভিজ্ঞতা পাবেন গ্রাহক। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।
রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। আছে টাইপ সি রিভার্স চার্জিং সুবিধা। ফোনটির দাম ২০ হাজার ৯৯০ টাকা।
আরো পড়ুন: