প্রচ্ছদ

প্রিন্সেসের মোবাইল ফোনেও ছিল পেগাসাস স্পাইওয়্যার

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নিজের সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার মোবাইল ফোন হ্যাক করে ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। সংযুক্ত আরব আমিরাতের উচ্চ আদালতের একজন সিনিয়র বিচারপতি এ মন্তব্য করেছেন।

এ কাজে মোহাম্মদ বিন মাকতুম বিতর্কিত এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে বলেও জানা গেছে। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন মাকতুমের পক্ষে এনএসও গ্রুপের এজেন্টরা কাজ করেছেন, এমনটিও উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে।

মোহাম্মদ বিন মাকতুম তার সাবেক স্ত্রীসহ পাঁচজনের মোবাইল ফোন এভাবে হ্যাক করেছেন বলে জানা যায়।

এর আগে লন্ডনের উচ্চ আদালত বলেন, মোহাম্মদ বিন মাকতুম তার দুই কন্যাকে অপহরণ করে জোরে তাদের ব্রিটেন থেকে দুবাইতে নিয়ে গেছেন। এছাড়া তিনি সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভীতি প্রদর্শন করে আসছেন।

তখন বিন মাকতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্ত আল-হুসেইন এক ‘হাই-প্রোফাইল’ মামলা করেছিলেন লন্ডনে; তার স্বামীর বিরুদ্ধে কন্যাদের অপহরণ, জোর করে দেশে ফিরিয়ে নেওয়া, নির্যাতন এবং ভীতি প্রদর্শনের অভিযোগ এনে।

পেগাসাস ব্যবহার করে হ্যাক করা ব্যক্তিদের মধ্যে হায়ার দুইজন আইনজীবীও রয়েছেন। তাদের মধ্যে ফিওনা শ্যাকলটন নামে এক আইনজীবী হাউস অব লর্ডসে বলেন, এনএসও গ্রুপের সঙ্গে কাজ করা একজন ব্যক্তির মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন।

এর আগে চলতি বছরের জুলাইয়ে গার্ডিয়ানের একজন সাংবাদিক অনুসন্ধান করে বলেছিলেন, প্রিন্সেস হায়া এবং তার সহযোগীদের ওপর এনএসও গ্রুপ নজরদারি করছে।

গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, বিচারক স্যার অ্যান্দ্রো ম্যাকফারলেন গত ৫ মে থেকে যে বিচার দাবি করে আসছিলেন, তা এখন প্রকাশিত হয়েছে। উচ্চ আদালতের বিচারপতি  নিশ্চিত করে বলেছেন, এটা পেগাসাস প্রকল্পের একটা অংশ ছিল এবং বেআইনিভাবে নজরদারি করা হয়েছে।

গতবছরের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে প্রিন্সেস হায়ার মোবাইল ফোনটি ১১ বার হ্যাক করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে ২০১৯ সাল থেকে ১৭টি দেশের সংবাদমাধ্যম মিলে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইল ফোনে নজরদারির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুসন্ধানেই উঠে আসে বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে সেগুলোতে নজরদারি চালানোর বিষয়টি।

আরো পড়ুন:

পাকিস্তান আইএসআই প্রধানের পদে পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *