ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: যুক্তরাষ্ট্রে নিশ্চিত মৃত্যু থেকে ‘বাঁচতে’ একটি কসাইখানা থেকে একসঙ্গে ৪০টি গরু পালিয়ে যায়। জোট বেঁধে লোকালয়ে তাদের ঘোরাঘুরি জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। অনেক চেষ্টার পর পুলিশ ৩৮টি গরু কসাইখানায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। বাকি দুটির মধ্যে একটি গুলিতে মারা যায়। অন্যটি তখনো পলাতক। অবশেষে সেই গরুটিও উদ্ধার হয়। তবে প্রাণীটিকে আর কসাইখানায় ফিরতে হয়নি। দেশটির এক প্রখ্যাত গীতিকারের হস্তক্ষেপে প্রাণভিক্ষা পেয়েছে সে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের পিকো রিভেরা আবাসিক এলাকার সড়কে গত মঙ্গলবার সন্ধ্যায় নেমে আসে ওই গরুর দল। প্রাণীগুলো লোকজনের বাড়ির আঙিনায় ধ্বংসযজ্ঞ চালায়। ‘বেওয়ারিশ’ গরুর দলের কর্মকাণ্ড দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা গরুগুলো খোঁয়াড়ে আটকাতে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালান। তারা সফলও হন। এরপর গরুগুলো কসাইখানায় ফিরিয়ে নিতে কয়েকটি লরিতে তোলা হয়।
কিন্তু কসাইখানায় আনার পর ঘটে আরেক বিপত্তি। কর্মকর্তারা যখন গরুগুলো একসঙ্গে করার চেষ্টা করছিলেন, তখন সেগুলো কসাইখানার খোলা ফটক দিয়ে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি গরু সড়কে একটি পরিবারের ওপর আক্রমণ করতে উদ্যত হলে সেটিকে গুলি করে হত্যা করে পুলিশ। ৩৮টি গরুকে কসাইখানায় ফিরিয়ে নেওয়া হয়।
তখনো একটি গরু পলাতক ছিল। গত বৃহস্পতিবার খুব সকালে গরুটিকে পাওয়া যায় কসাইখানার কয়েক মাইল দূরে। প্রাণীটি একটি মাঠে ঘোরাঘুরি করছিল। এ ঘটনা পুরো যুক্তরাষ্ট্রে আলোচনায় চলে এসেছে। অনেকে গরুটিকে কসাইখানায় না পাঠানোর আবেদন জানান।
পিকো রিভেরা পৌরসভার একজন কর্মকর্তা বলেছেন, সবশেষ গরুটিকে কসাইখানার পরিবর্তে একটি পশু আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত গীতিকার ও গ্র্যামি, অ্যামি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কারপ্রাপ্ত ডিয়ান ওয়ারেনের আবেদনের পরিপ্রেক্ষিতে গরুটি প্রাণভিক্ষা পেয়েছে।