আইন আদালত

প্রশ্নফাঁস: বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি বুয়েট শিক্ষককে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২১ নভেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে দেলোয়ার ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালী থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তিনজনই ঢাকার মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ডিবির জিজ্ঞাসাবাদেও অপরাধ স্বীকার করেছেন তিনজন। এ সময় তারা ছয় বছর ধরে প্রশ্নফাঁসে জড়িত বলে জানান।

৬ নভেম্বর সমন্বিত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস করে উত্তর তৈরির কাজ কীভাবে হয়েছে তা বর্ণনা করেন তিনজন।

জবানবন্দিতে দেলোয়ারের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে অল্প টাকায় পরীক্ষার টেন্ডারগুলো আনতেন বুয়েটের শিক্ষক নিখিল রঞ্জন ধর। দেলোয়ারও কয়েকবার নিখিলের ব্যাগে প্রশ্ন দিয়েছেন। তবে ব্যাগে প্রশ্ন নিয়ে নিখিল তা বিক্রি করেছেন কি না, সেটা নিশ্চিত করতে পারেননি দেলোয়ার।

এর আগে গত ৬ নভেম্বর ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হয়। গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ছদ্মবেশ ধারণ করে প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে প্রথমে গ্রেপ্তার করেন। পরে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যে ডিবি বলছে, ব্যাংকের পরপর চারটি নিয়োগ পরীক্ষাতেই প্রশ্নফাঁস করেছে চক্রটি।

পরে ১১ নভেম্বর রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।

আরো পড়ুন:

ফল প্রকাশের আগেই খাতা বিক্রি করেছে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় | তদন্তের দাবি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *