ক্যারিয়র প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় সম্প্রতি ১ টি পদে মোট ১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাকযোগে উক্ত পদের জন্য আবেদন করা যাবে ১২-১০-২০২১ পর্যন্ত।
পদের নাম: প্রধান শিক্ষক
পদসংখ্যা: ০১
আবেদনের যোগ্যতা
(ক) স্বীকৃ্ত বিশ্ববিদ্যালয় হতে বিএডসহ স্নাতকোত্তর। কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ গৃহীত হবে না।
(খ) স্নাতক/ সমমান, ও বিএড ডিগ্রী। কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ গৃহীত হবে না।
অভিজ্ঞতা
(ক) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে ২ বছর প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষতার অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে ৩ বছর প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষতার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
(ক) স্কেল; টাকা ৩৫০০০-৬৭০১০
(খ) স্কেল; টাকা ২৯০০০-৬৩৪১০
চাকরি আবেদনের বয়স
অনূর্ধ্ব ৫৫ বছর
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ৩ কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সহ আবেদনপত্র পূরণ করে আগামী ১২-১০-২০২১ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন । আবেদনপত্র পাঠাতে হবে সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি বরাবর এবং সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়, গাজীপুর-১৭০৩ এই ঠিকানায়।
আরো পড়ুন: