নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের মা রোকেয়া বেগমের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। সাবেক কৃষি কর্মকর্তা মিয়া মোহাম্মদ আবদুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া বেগম ১৯৯৪ সালের ২৭ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ব্যারিস্টার রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন: প্রধান বিচারপতি
এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হাসান জাহিদ তুষার তার মায়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আজকের দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।