প্রচ্ছদ

প্রথম সাক্ষাতে কমলা হ্যারিসকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিবিসির প্রতিবেদেন আজ শুক্রবার জানানো হয়েছে, ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করনে মোদি।

কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।

ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করায় কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি কমলা হ্যারিসকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

মোদি বলেন, ‘আপনাকে স্বাগত জানাতে ভারতের জনগণ অপেক্ষা করছেন।’

আজ মোদির যুক্তরাষ্ট্র সফরের শেষ দিন। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ তার সাক্ষাৎকার কথা রয়েছে।

আরো পড়ুন:

মালিতে ১৪০ পুলিশ সদস্য পেলেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *