সঙ্গীতপ্রেমীদের শোকের সাগরে ডুবিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী বাপ্পি লাহিড়ী। বাংলাদেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ছিল ভারতের এই সঙ্গীতশিল্পীর। মহান মুক্তিযুদ্ধের সময় তৈরি হওয়া হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে’ গানটির সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। আরেক কিংবদন্তি শিল্পী আবদুল জাব্বারের দরাজ কণ্ঠে যা অন্যমাত্রা পায়।
বাপ্পি লাহিড়ী জড়িয়ে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
প্রথম বিপিএলের থিম সংয়ের সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরে ‘এলো এলো শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ শিরোনামের সেই গানটি উদ্বোধনী অনুষ্ঠানে সমবেতভাবে গেয়েছিলেন বাংলাদেশের কুমার বিশ্বজিত, ভারতের শান এবং স্বয়ং বাপ্পি লাহিড়ী। এরপরের একাধিক বিপিএল আসরেও বাপ্পি লাহিড়ী জড়িয়ে ছিলেন। আজ তাঁর প্রয়াণের দিনে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা আর চট্টগ্রাম। তবে মাঠে স্মরণ করা হয়নি এই কিংবদন্তিকে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ৬৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী। তিনি মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ঠিক আগের দিনই ইহকাল ত্যাগ করেছেন আরেক কিংবদন্তি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গত সপ্তাহে লতা মঙ্গেশকরও চলে গেছেন না ফেরার দেশে। অল্প সময়ের মাঝেই সঙ্গীতের তিন কিংবদন্তিকে হারাল বিশ্ব সঙ্গীতাঙ্গন।