বিনোদনশোবিজ

প্রথম বাংলা সিনেমা হিসেবে ইডফা ফিল্ম ফেস্টিভ্যালে ‘অন্যদিন…’

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে প্রদশর্ন হবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’। শনিবার (২০ নভেম্বর) রাত ৯টায় আমস্টারডামের তুসানস্কি থিয়েটারে প্রাইম টাইম স্ক্রিনিংয়ে বিশ্ব অভিষেক সিনেমাটির।

বিশ্বের লিড ফেস্টিভ্যালগুলোর অন্যতম ও বৃহত্তম নন-ফিকশন উৎসব আমস্টারডামের ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে এবারই প্রথম নির্বাচিত হয়েছে কোনো বাংলা সিনেমা। নিজের সিনেমার বিশ্ব অভিষেকে উপস্থিত থাকতে ইডফা কর্তৃপক্ষের আমন্ত্রণে ইতোমধ্যে আমস্টারডাম পৌঁছেছেন নির্মাতা কামার আহমাদ সাইমন।

৮০টি দেশের ২৬৪টি সিনেমা নিয়ে ৩৪তম ইডফার আসর বসছে এবার। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার সিনেমার মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঘোষণা করা হবে প্রতিযোগিতার ফলাফল।

কামার আহমাদ সাইমনের নির্মিতব্য জলত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন…’। জলত্রয়ীর প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক লাইপজিগের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘শুনতে কি পাও!’। মুম্বাই চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ ও প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাপ্রিসহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পেয়েছে।

গেল ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় ‘অন্যদিন…’ সিনেমার পোস্টার। প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে পোস্টারটি। কামার আহমাদ সাইমনের অন্য সিনেমার পোস্টারের মতো এটিও লুফে নিয়েছে  নেটিজেনরা।

আরো পড়ুন:

বিয়ের পরে নাম পাল্টাতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *