খেলাধুলা

প্রথম দিনেই অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ফেব্রুয়ারি–মার্চে। সিনিয়র দল মাঠে নামার আগে একই দেশে জানুয়ারিতে হবে অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।

ছেলেদের যুব বিশ্বকাপ ১৯৯৮ সাল থেকে হয়ে এলেও মেয়েদের ক্রিকেটে হচ্ছে এই প্রথম। ১৪ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মেয়েরা।

আরও পড়ুন

আর খেলতে চান না—এ মনোভাব নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে যাচ্ছেন নিগাররা

অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে আছে শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইন্দোনেশিয়া আছে ‘সি’ গ্রুপে। আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *