স্বাস্থ্য

প্রথম ডোজ করোনা টিকা পেল মুম্বাইয়ের শতভাগ প্রাপ্তবয়স্ক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ভারতের মুম্বাইয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরু হওয়ার ৩০১ দিন পর প্রথম ডোজ টিকাদানের শতভাগ লক্ষ্য পূরণ করেছে মুম্বাই।

প্রথম ডোজ টিকাদানের আওতায় মুম্বাইয়ে ৯২ লাখ ৩৬ হাজার ৫৪৬ জন প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল। গতকাল শনিবার (১৩ নভেম্বর) লক্ষ্যের চেয়ে বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ককে প্রথম ডোজ টিকা দেওয়া হয়ে গেছে।

ওই সময় মুম্বাইয়ে পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯২ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। আর দুই ডোজ টিকা পেয়েছেন ৬০ লাখ ৩৩ হাজার ১৪৮ জন। মুম্বাইয়ের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ড. মঙ্গল গোমারে বলছেন, আমরা অবশ্যই এ হিসাবটাকে আমলে নিচ্ছি। আমাদের টিকাদান কর্মসূচি পুরোদমে চলতে থাকবে।

মুম্বাইয়ের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কাকানি বলছেন, ভারতের অন্য কোনো জেলা এত অল্প সময়ে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এটা একটা সম্মিলিত প্রচেষ্টার ফল। পৌরকর্মী, বেসরকারি হাসপাতাল, এনজিও আর অন্যান্য মাঠকর্মীদের চেষ্টায় আমার এটা অর্জন করতে পেরেছি।

আরো পড়ুন:

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্নদের সমস্যা হয়েছে বেশি: গবেষণা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *