ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে নাসার রোভার পারসিভিয়ারেন্স। এই মার্কিন মহাকাশ সংস্থা আশা করছে- এই নমুনা পৃথিবীতে আনা যাবে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, পারসিভিয়ারেন্সের সঙ্গে সংযুক্ত যন্ত্র নিয়ন্ত্রণ করা হয় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে। এভাবেই বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। পেনসিলের চেয়ে সামান্য মোটা একটি পাথরের কোর ড্রিল করে সংগ্রহ করা নমুনাটি টাইটেনিয়ামের টিউবে সংরক্ষণ করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর এটা করা হলেও নাসা তা জনসমক্ষে জানিয়েছে পরে। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ থেকে পাথরের নমুনা সংগ্রহের ঘটনা আগে কখনো ঘটেনি। নাসার প্রধান এবং প্রাক্তন নভোচারী বিল নেলসন এটিকে ‘একটি গুরুত্বপূর্ণ অর্জন’ হিসেবে অভিহিত করেছেন। পরবর্তী কয়েকমাসে এমন ৪৩টি নমুনা সংগ্রহের পরিকল্পনা আছে নাসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *