আইন আদালতসর্বশেষ

প্রথমবারের মতো ৩ পুলিশ কর্মকর্তার পিএসসি কোর্স সম্পন্ন

বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সাথে পিএসসি কোর্স সম্পন্ন করেছেন৷

ডিএসসিএসসির ২০২১-২২ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার ঢাকার মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে ভার্চুয়াল মাধ্যমে গ্র্যাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।

প্রশিক্ষণ সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আলী খান, এম এম মাহমুদ হাসান, পিপিএম (বার) ও রহিমা আক্তার লাকী।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৩২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন, বাংলাদেশ বিমানবাহিনীর ৩৫ জন, বাংলাদেশ পুলিশের তিনজন এবং বন্ধুপ্রতিম ১৮টি দেশের ৪৭ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের এই তিন কর্মকর্তা প্রথমবারের মতো পিএসসি কোর্সে অংশগ্রহণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *