প্রত্যাখ্যান
খোকন কুমার রায়
সব কিছুর ঊর্ধ্বে এখন আমি
আমাকে আর কিছুতেই খুঁজে পাবেনা তুমি
অনেক ব্যাথা সয়ে নিজেকে করেছি প্রত্যাখ্যান
আমার কষ্ট নিয়ে হয়তো লিখা যাবে দু একটা উপাখ্যান
তোমাদের সমাজ থেকে নিজেকে রেখেছি অনেক দূরে অপেক্ষা করছি যদি
ফের দেখা হয় অন্য কোনো ভোরে
তোমাদের এই ঘুণে ধরা সমাজের একজন ছিলাম আমি
হয়তো এতদিনে আমাকে মনেও রাখোনি তুমি
যখন স্বচ্ছ আয়নাতে দেখবে নিজের চেহারা
হয়তো তুমি ভুল বুঝে হয়ে যাবে দিশেহারা
আমি দেখতে চাই দ্বিধা দ্বন্দ্বে আর তুমি নেই
এমন তো হতেই পারে তুমি চাইছো আমাকেই।