বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির প্রায় অর্ধশত নেতা সকাল পৌনে ১১টার দিকে চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। পরে সেখান থেকে ১৩ জন গিয়ে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
কিন্তু অন্যবারের চেয়ে একদম ভিন্ন পরিবেশ ছিলো এবারের শ্রদ্ধা নিবেদনে। এবার কড়াকড়ির কারণে সীমিত সংখ্যক নেতাদের অনুমতি দেওয়া হয় জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর অনুমতি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।
/জেড এইচ