প্রচ্ছদ

প্রজ্ঞাপন জারি; জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল


সরকারের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে আগের ধারাবাহিকতায় জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (যেমন-ফিটনেস, ট্যাক্স টোকেন ও রোড পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। শাখার সহকারী সচিব মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে সব ধরনের মোটরযান মালিকদের গত ৩০ জুন পর্যন্ত যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *