প্রচলিত আইন বাংলায় করার লিগ্যাল নোটিশ
প্রচলিত আইন বাংলায় করার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। দেশে ইংরেজি ভাষায় সর্বাধিক প্রচলিত আইনগুলো বাংলায় রূপান্তর কর করতে উদ্যোগ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ১০ আইনজীবী।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, আইন কমিশনের চেয়ারম্যান ও বাংলা একাডেমির পরিচালককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী শিশির মনির সংবাদ মাধ্যমকে বলেন, নোটিশ হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনি প্রতিকার চাওয়া হবে।