মেয়ের প্রথম ছবি বলে কথা, বাবা-মায়ের তো গর্ব হবেই। সুহানা খানের প্রথম ছবির ঝলক প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসলেন শাহরুখ খান এবং গৌরী খান।
চোখের সামনে বড় হয়ে গেল আদরের ছোট্ট মেয়েটা। ঢুকে পড়ল বলিউডেও। সেই মেয়ের প্রথম ছবি বলে কথা, বাবা-মায়ের যে বড্ড গর্ব হবেই। সুহানা খানের প্রথম ছবির ঝলক প্রকাশ্যে আসতেই তাই আনন্দে ভাসলেন বাবা-মা। শাহরুখ খান এবং গৌরী খান।
জোয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানার। আর্চিজ কমিক্সের দেশীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। শনিবারই একটি ভিডিয়োয় প্রকাশ পেয়েছে ছবির বিভিন্ন চরিত্রের ‘লুক’। আর সেই ‘লুক’ই বলছে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে শাহরুখ-তনয়াকে। তার পরেই মেয়েকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন গর্বিত বাবা-মা, শাহরুখ এবং গৌরী।