নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ২৬ শতাংশ। সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ju-admission.org এ ফল প্রকাশ করা হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন রাশেদা আখতার বলেন, ‘সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য বি ইউনিটে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণকারী মোট ২৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৬ জন। পাসের হার ২৬ শতাংশ। মেধা তালিকায় ৭৭ দশমিক ৩৬ নম্বর পেয়ে একটি ছেলে এবং ৭৫ দশমিক শূন্য ২ নম্বর পেয়ে একটি মেয়ে প্রথম হয়েছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে ছাত্র ও ছাত্রী সমান সংখ্যায় ভর্তি করা হয়। এজন্য দুটি আলাদা মেধাতালিকা তৈরি করা হয়ে থাকে।’
অনুষদটির বিভিন্ন বিভাগে মোট ৩২৬টি আসন রয়েছে এবং মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধাতালিকায় রাখা হয়েছে। ভর্তি শুরু করা হবে প্রথম থেকে বলে জানান ডিন।
ফল ও ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
আরো পড়ুন:
‘অটোপাসের’ চেয়ে পরীক্ষা হওয়া ভালো