প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ ৭০০ পাকিস্তানির নাম এসেছে।
সোমবার দেশটির গণমাধ্যম ‘ডন’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ এবং অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, সেসব তথ্য ফাঁস হয়েছে।
এসব কোম্পানির এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম।
‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে।
বিবিসি বলছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি প্রমুখ। এই প্যান্ডোরা পেপারসে ৭০০ জনের বেশি পাকিস্তানির নাম এসেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্য, সিনেটর ফয়সাল ওয়াদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহী, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদনমন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলীম খান রয়েছেন।
ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক, এমন ইঙ্গিত অবশ্য ফাঁস হওয়া নথিতে নেই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্যান্ডোরা পেপারসের যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে তদন্ত করা হবে।
- জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ৬ অক্টোবর শুরু
- জাপানের ১০০তম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা