প্রচ্ছদ

প্যাডেল চালিত রিকশা-ভ্যান থেকে ইঞ্জিন ও ব্যাটারি খুলে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: প্যাডেল চালিত রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা ইঞ্জিনযন্ত্র খুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেল চালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি বা ইঞ্জিনযন্ত্র লাগানো হয়েছে শুধু সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা ইঞ্জিনযন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত হয়।”

এর আগে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। তার প্রেক্ষিতে এ নির্দেশনা এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *