পোস্তগোলা আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
রাজধানীর পোস্তগোলা আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড গটেছে। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১২টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৬টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সেন্ট্রি ওয়ালিদ মিয়া সময় সংবাদকে জানান, পোস্তগোলার আয়রন মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও তিনটিসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পুড়ে যাওয়া জিনিসপত্র সরানোর কাজ চলছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বের করা সম্ভব হয়নি। উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।