তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

পোর্টেবল ভিডিও ডিভাইস আনছে ফেসবুক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বহনযোগ্য ভিডিও কলিং ডিভাইস আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডিভাইসগুলো ব্যক্তিগত, ব্যবসায়িক ও দাপ্তরিক কাজে যোগাযোগ কিংবা মিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। সেই সঙ্গে ভিভাইস দু’টির মডেল উপস্থান করেন তিনি।

ডিভাইস দুটি নাম হলো ‘পোর্টাল গো’ এবং ‘পোর্টাল প্লাস’। ১০ ইঞ্চি স্ক্রিনের ‘পোর্টাল গো’র মূল্য ১৯৯ মার্কিন ডলার এবং ১৪ ইঞ্চি স্ক্রিনের ‘পোর্টাল প্লাস’ এর মূল্য ৩৪৯ মার্কিন ডলার।

এই ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ডেস্কে স্বাচ্ছন্দেই বসানো যায়। ডিভাইসটির শব্দ ব্যবস্থা আগের সিরিজ থেকে উন্নত করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ডিভাইসগুলো এখন আমেরিকানরা প্রি-অর্ডারের সুযোগ পাবেন, তবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে ১৯ অক্টোবর থেকে।

এর আগে ২০১৮ সালে এ ধরনের ডিভাইস প্রথম বারের মতো অবমুক্ত করেছিল ফেসবুক। তবে সেবার খুব একটা জনপ্রিয়তা পায়নি ডিভাইসগুলো।

আরো পড়ুন:

প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ টাকা ভ্যাট দিলো মাইক্রোসফট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *