ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের পেন্সিল তার এক সহপাঠী নিয়ে আর ফেরত দেয়নি। আর এ কারণে পুলিশে নালিশ করেছে ওই ছাত্র। এমনকি এ নিয়ে থানায় মামলাও করতে চেয়েছে সে।
ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলার এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কুর্নুলের পেদাকাদুবুরু থানায় এক প্রাইমারি স্কুলের ছাত্র সহপাঠীদের নিয়ে পুলিশের কাছে তাদের ‘পেন্সিল সমস্যা’ সমাধান করে দেওয়ার অনুরোধ জানায়।
ভিডিওতে দেখা গেছে, শিশুটি পুলিশের কাছে অভিযোগ করছে যে, তার এক সহপাঠী তার কাছ থেকে পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি। তখন পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন যে এ ব্যাপারে পুলিশ কী করবে। এতে ওই সহপাঠীর বিরুদ্ধে একটা মামলা করা উচিত বলে মন্তব্য করে সে।
অন্ধ্রপ্রদেশের পুলিশ টুইটারে এ ব্যাপারে জানায়, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও প্রদেশের পুলিশকে বিশ্বাস করে। জনগণকে আস্থা ও ভরসা দেওয়ার ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করে পুলিশ।
ভিডিওতে পুলিশকে অবশ্য ২ জনের মধ্যে মিটমাট করে দিতে দেখা যায়। ভিডিওর শেষে তাদের হাসিমুখে পরস্পরের সঙ্গে হাতও মেলাতে দেখা গেছে।
আরো পড়ুন: