প্রচ্ছদ

পেগাসাসের ওপর বিধিনিষেধ আরোপ করলো যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলের এনএসও গ্রুপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্তৃপক্ষ এ বিধিনিষেধ আরোপ করে।

দেশটির সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের ফোনে আড়ি পাততে স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল নিশ্চিত হয়ে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির

বিশ্বের হাজারো মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নির্বাহীকে পেগাসাসের নজরদারির সম্ভাব্য তালিকায় পাওয়া যায়। এরপর গোটা বিশ্বেই বিতর্কের মুখে পড়ে এনএসও গ্রুপ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, বিদেশি রাষ্ট্রগুলোকে নির্বাসিত এবং অভিবাসীদের ওপর নিপীড়নের সুযোগ করে দিয়েছে ফোনে আড়ি পাতা। এটা স্বৈরাচারী সরকারের লক্ষণ, যারা তাদের সার্বভৌম সীমানার বাইরে থাকা ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অ্যাকটিভিস্টদের নিশ্চুপ করে দিতে চায়।

ইসরায়েলের আরেক প্রতিষ্ঠান ক্যানদিরু, সিঙ্গাপুরভিত্তিক কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালট্যান্সি এবং রুশ প্রতিষ্ঠান পজিটিভ টেকনোলজিসের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের এই বিধিনিষেধ আরোপের পর কালো তালিকাভুক্তদের কাছে কোনো তথ্য বা প্রযুক্তি বিক্রি বা সরবরাহ করতে পারবে না মার্কিন প্রতিষ্ঠানগুলো।

আরো পড়ুন:

এবার আফগানিস্তানে বিদেশি মুদ্রা পুরোপুরি নিষিদ্ধ করল তালেবান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *