নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে রবিবার চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ছয় দিনব্যাপী ‘পুষ্টি ১৩তম ইলিশ উৎসব-২০২১’-এর উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সারাবিশ্বে ইলিশের বাড়ি হিসেবে সবাই চাঁদপুর জেলাকেই চেনেন। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন সারা বিশ্বের সকল বাঙালিরা একসাথে এই ইলিশ উৎসবের সাথে জড়িত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠনের পর ইলিশ গবেষক দিয়ে ইলিশ মাছের ডিম ছাড়ার ও প্রজননের সময়কাল গবেষণা করে তিনি মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে প্রয়োজনীয় সকল কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।
মা ইলিশ রক্ষা আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সবশেষে শিক্ষামন্ত্রী ইলিশ উৎসবের সফলতা কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টি কে গ্রুপ-এর পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক বলেন, উৎসবমুখর এই আয়োজনে অংশগ্রহণ করায় আপনাদের সবাইকে টি কে গ্রুপ এবং পুষ্টি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জাতীয় মাছ হিসেবে স্বাদে গন্ধে অনন্য এই ইলিশ আমাদের সবারই পছন্দ। তাই আমাদেরও উচিত মাছের রাজা এই ইলিশকে ভালোভাবে সংরক্ষণ করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও ইলিশ উৎসবের আহ্বায়ক দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনসহ আরও অনেকে। মা ইলিশ ও জাটকা মাছ রক্ষার আন্দোলন হিসেবে এই আয়োজন চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
আরো পড়ুন: